পত্রিকা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত (১২ ডিসেম্বর, ২০১৯) # বাংলাদেশ বিষয়াবলী ০১. এ পর্যন্ত পদ্মা সেতুর কত তম স্প্যান বসানো হয়েছে? উত্তরঃ ১৮তম। (এর ফলে দৃশ্যমান হয়েছে ২ হাজার ৭০০ মিটার বা প্রায় পৌনে তিন কিমি)। ০২. বেনাপোল স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তরঃ যশোর। ০৩. ‘মানব উন্নয়ন প্রতিবেদন -২০১৯’ অনুসারে বাংলাদেশের অবস্থান কত তম? উত্তরঃ ১৩৫তম (১৮৯ দেশের মধ্যে)। # নোটঃ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অবস্থানঃ I) শ্রীলঙ্কা – ৭১ II) মালদ্বীপ – ১০৪ III) ভারত – ১২৯ IV) ভুটান – ১৩৪ V) নেপাল – ১৪৭ VI) পাকিস্তান – ১৫২ VII) আফগানিস্তান – ১৭০। ০৪. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ‘ডিজিটাল বাংলাদেশ’ এর ঘোষণা দিয়েছিলেন? উত্তরঃ ১২ ডিসেম্বর, ২০০৮ সালে, তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণায়। ০৫. বাংলাদেশ কবে ‘International Telecommunication Union’ এর সদস্যপদ লাভ করে? উত্তরঃ ১৯৭৩ সালে। #নোটঃ ‘International Telecommunication Union (ITU)’ প্রতিষ্ঠাঃ ১৭ মে, ১৮৬৫. সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমান প্রধানঃ হউলিন ঝাও (Houlin Zhao). মূল সংস্থাঃ United Nations Economic and Social ...